গাজীপুর মহানগরের কাশিমপুরে সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার রোকন (১৫) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় হাতীমারা স্কুল এন্ড কলেজের সামনে কাশিমপুর টু জিরানি রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য , শিক্ষক ও অভিভাবকগণ। বক্তারা দুর্ঘটনায় নিহত ছাত্রের অকাল মৃত্যুর জন্য দায়ী অবৈধ অটো চালকের বিচার দাবী করেন। সেই সাথে স্কুল সংলগ্ন রাস্তায় অবৈধ স্থাপনা, ভ্রাম্যমাণ বাজার, স্কুলের সামনে রিক্সা স্ট্যান্ড উচ্ছেদের দাবী জানান।
উল্লেখ্য, হাতিমারা স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী মোঃ শাহরিয়ার রোকন শুক্রবার (২ ডিসেম্বর) সকালে প্রাইভেট পড়তে আসলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে এক অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থী ঠাকুরগাঁও জেলার সদর থানার সুজাবর্নী গ্রামের রুস্তম আলী ও শারমিন আক্তারের একমাত্র ছেলে। রোকন হাতীমারা এলাকার শফিকুল এর বাড়ীতে ভাড়া থেকে লেখাপড়া করত। তার মা বাবা পোশাক কারখানায় চাকরী করত।
নিহত রোকন খুবই মেধাবী ছাত্র ছিলেন। ২০২৩ সালের এসএসসির টেস্ট পরীক্ষায় ভালো নম্বর পেয়ে সে উত্তীর্ণ হয় বলে জানান হাতীমারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসিমা ইয়াসমিন।