গাজীপুর মহানগরের বাসন এলাকার এক পরিত্যক্ত বিল থেকে এরশাদ আলী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন বাসন থানা পুলিশ।
এ ঘটনার রহস্য উদঘাটন ও ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জিএমপি হেড কোয়ার্টারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন জিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর আবু তোরাব মোঃ শামসুর রহমান।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শেরপুর জেলার শ্রীবর্দী থানার ঘুনাপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও ইনুজা বেগমের ছেলে মোঃ ইমরান হোসেন(৩৩),
শেরপুর জেলার শ্রীবর্দী থানার কুরুয়া গ্রামের মোজাফফর আলী ও আম্বিয়া বেগমের ছেলে শাহ আলম (৩০), গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা গ্রামের মোস্তফা ও শেফালী বেগমের ছেলে
শফিকুল ইসলাম (২৫) ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোল্লাকান্দি গ্রামের হোসেন ও শিমলার ছেলে শাকিল(২৬)।
এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো চাপাতি, একটি ধারালো ধা উদ্ধার করা হয়েছে। এবং ভিকটিমের বিচ্ছিন্ন হাত একটি পরিত্যক্ত ডোবার ভিতর থেকে উদ্ধার করা হয়। আসামিদের আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।