1. admin@dainiktazakhobor.com : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাজীপুরের কালিগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত -৫ ও আহত -১ পীরগাছায় ঈদে মিলাদুন্নাবী উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে সিধলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল র‌্যালী অনুষ্ঠিত বীরগঞ্জে এক যুবক কে বাড়ি থেকে তুলে নিয়ে রেন্টু সাহার গোডাউনে পিটিয়ে হত্যা। চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন চাঁদলাই গোপাপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ৭৯৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। নরসিংদীতে মানবতার ডাক এর আয়োজনে কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বীরগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আবারও নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা. চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পরিত্যক্ত অবস্থায় ৩৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার গাজীপুরে শাহ সুফি ফসি পাগলার মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাতীমারা স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট।

মাজহারুল ইসলাম প্রতীক গাজিপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৮ বার পঠিত

গাজীপুর মহানগরের কাশিমপুরের হাতীমারা উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের  আগামী ১১/০২/২০২৪ ইং তারিখের গভর্ণিংবডির নির্বাচন স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের কৃত রীট পিটিশন নং ১৩৫৮/২০২৪ এর ০৫/০২/২০২৪ ইং তারিখের আদেশ অনুযায়ী হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এর গভর্ণিংবডি নির্বাচন ২০২৪ ইং এর নির্বাচনী তফসিলের কার্যক্রম আগামী ০৩ (তিন) কার্য দিবসের জন্য অগ্রবর্তী না করার নির্দেশ প্রদান করেন।বিগত ০৪/০২/২০২৪ ইং তারিখ হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩ নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর এর গভর্ণিং বডির নির্বাচন ২০২৪ ইং এর গত ১৮.০১.২০২৪ ইং তারিখের নির্বাচনী তফসিলের আইনগত বৈধতা চ্যালেন্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং ১৩৫৮/২০২৪ ইং দায়ের করা হয়। অতঃপর বিগত ০৫/০২/২০২৪ ইং তারিখে দীর্ঘ শুনানির পর মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম ও মাননীয় বিচারপতি জনাব মোঃআতাবুল্লাহ সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ উল্লেখিত নির্বাচনী তফসিল কেন বেআইনি ও ইহার কোন কর্তৃত্ব নেই তা জানতে চেয়ে উক্ত রীট পিটিশনের পক্ষ বরাবর রুলনিশি জারী করেন। এবং একই সাথে আগামী ০৪ সপ্তাহের মধ্যে উক্ত রুল নিশির জবাব প্রদান করেন।উক্ত বেঞ্চ। রীট পিটিশনের সংযুক্ত বিগত ৩১/১/২০২৪ ইং তারিখের আবেদন Annexure C- 2 উক্ত আদেশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে আইন অনুযায়ী নিষ্পত্তির আদেশে বলা উল্লেখ করা হয়।উক্ত পিটিশন রীটের রায়ে আরও উল্লেখ করেন যে,প্রতিবাদী পক্ষ কে নির্দেশ প্রদান করে আদেশে বলা হয় প্রতিবাদী পক্ষগন আগামী ৩ কর্ম দিবস তর্কিত নির্বাচনী তফসিল অনুযায়ী অগ্রগতি হবে না এবং বিগত ৩১/১/২০২৪ ইং তারিখের আবেদন নিষ্পত্তি করে আগামী ৩ দিন কর্ম দিবস পর পুনরায় নির্বাচনী কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইন নাম্বার – ১০৯০২৮. মোঃসাইফুল ইসলাম, পিতাঃ মৃতঃগিয়াস উদ্দিন সাং, হাতীমারা, কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর,বাদী হয়ে উক্ত পিটিশন মামলা টি দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক তাজা খবর
Theme Customized BY Shakil IT Park