গাজিপুরের কাশিমপুর কাজী মার্কেট, সারদাগঞ্জ, এলাকায় প্রায় ১কিলোমিটার এলাকা জুড়ে ৫শ বাসাবাড়িতে অবৈধ নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ব্যবহৃত নিম্নমানের পাইপ ও রাইজার জব্দ করা হয়।
সোমবার ( ২৫ মার্চ ) সকাল থেকে বিকাল পর্যন্ত কাজী মার্কেট, সারদাগঞ্জ এলাকায় অবৈধ লাইন উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়। এলাকার ৩টি পয়েন্ট এই অভিযান পরিচালনা করেন আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন
কোম্পানি লিমিটেড আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, তিতাসের মেইন লাইন থেকে অবৈধ ভাবে নেওয়া নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র মহল বিভিন্ন বাসাবাড়িতে ঝুকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১ কিলোমিটার এলাকাব্যাপী অভিযান চালিয়ে অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্ন মানের ১০০মিটার পাইপ ও রাইজার জব্দ করা হয়। ৫শ’ বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ এলাকায় দুষ্কৃতকারীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় রাতের আধারে সংযোগ দিচ্ছে। বার বার সংযোগ বিচ্ছিন্ন করা হলেও একই স্থানে ফের অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন- আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,
তিতাস গ্যাস ট্রান্সমিশন আশুলিয়া জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভার জোনাল অফিসের উপ- ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান,আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী আসোয়াত হোসেন, আশুলিয়া জোনাল অফিসের উপ-প্রকৌশলী মো. সুমন আলী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।