আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পীরগাছা উপজেলা সহ ১৫২টি উপজেলায় পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিল তফসিল অনুযায়ী জমার শেষ সময় ছিল ১৫ এপ্রিল।
সোমবার ১৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনলাইনের প্রিন্টকৃত কপি জমা দেন। রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৭জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫জন, ভাইস চেয়ারম্যান ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭জন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা আ.লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, শারেক খন্দকার জয়, সহ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারীরিক প্রতিবন্ধী ইসরাত জাহান সুইটি, সহ সকল প্রার্থীরা এবং এফ এন্ড এফ ফ্যাশানের পরিচালক এনামুল হক।
।
উপজেলা পরিষদ নির্বাচনের বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।