1. admin@dainiktazakhobor.com : admin :
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জমিজমা সংক্রান্ত বিরোধের পাল্টাপাল্টি অভিযোগ শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা । অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন চাঁদাবাজী মামলায় গ্রেফতার গাজীপুরের ত্রাস শীর্ষ সন্ত্রাসী গেদুরাজ। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বিসিক শিল্পনগরী কোনাবাড়ি প্রায় বিশ লক্ষ টাকার সম্পত্বি উদ্ধার: কোনাবাড়ি বিসিক শিল্পনগরীর অবৈধ দখল উচ্ছেদ। কাশিমপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ: বীরগঞ্জে দলীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র ২ গ্রুপে সংঘর্ষে ৫ জন আহত। চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

চাঁপাইনবাবগঞ্জে নেসকো’র মতবিনিময় সভা।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭৩ বার পঠিত

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি, রাজশাহী সার্কেল-২ এর আওতাধীন সকল ট্যারিফের গ্রাহক ও অংশীজনের অংশগ্রহণে গ্রাহক সেবা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ১১ টায় নেসকো পিএলসি বিক্রয় ও বিতরণ বিভাগ-১, চাঁপাইনবাবগঞ্জ অফিস কক্ষে এ সভা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী  গৌবিন্দ চন্দ্র সাহা । 

এসময় উপস্থিত ছিলেন, নেসকো-১ চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলিউল আজীম, নেসকো-২ চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম রেজা, বিতরণ বিভাগ-গোমস্তাপুর দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফেজ নাসিম বিন জসিম, বিতরণ বিভাগ-গোদাগাড়ী দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হানুল ওয়াজিদ,  শিবগঞ্জ দপ্তরের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীসহ বিভিন্ন শ্রেণীর গ্রাহকগণ।

অংশীজনসহ গ্রাহকগণের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, এরফান গ্রুপের প্রতিনিধি আবুল বাসার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, আদর্শ গ্রুপের ফয়সাল হক, দারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, জোসনারা অটো রাইস মিলের প্রতিনিধি সেলিম রেজা, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান, নিশান ফুডস ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি প্রশান্ত সাহা, অগ্রণী সেচ প্রকল্পের সভাপতি সাইফুল ইসলাম, পলসা মহেসপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রতিনিধি রেজাউল হক ও ফজলে রাব্বি, রনোক অটো রাইসমিলের প্রোপাইটর,  নবাবগনগজ উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিসহ অন্যান্য বিদ্যুৎ গ্রাহক এবং নেসকো’র কর্মকর্তা ও কর্মচারীগণ।

মতবিনিময় সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী হবার পরামর্শ প্রদান করেন এবং প্রিপেইড মিটারের বিভিন্ন সুবিধাসহ নানাবিধ দিক-নির্দেশনা নিয়ে আলোচনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী গৌবিন্দ চন্দ্র সাহা। 

তিনি বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সামগ্রীর সঠিক ব্যবহার, সোলার সিস্টেম স্থাপন ও ডে লাইট ব্যবহার বিষয়ে গুরুত্বারোপ করেন।  তত্বাবধায়ক প্রকৌশলী গৌবিন্দ চন্দ্র সাহা  গ্রাহক পর্যায়ে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং  পরবর্তীতে  সকল সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন বলে গ্রাহকদের আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক তাজা খবর
Theme Customized BY Shakil IT Park