আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত সেমিনার ভার্সেস অব হারমোনি আল্লামা ড. মুহাম্মদ ইকবাল অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন ডাক বাংলার সভাপতি, বিশিষ্ট কবি এস.এম দেলোয়ার জাহান।
বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ফারস হোটেল এন্ড রিসোর্টস, পুরানা পল্টন, ঢাকায় অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ড. মুহাম্মদ ইকবাল ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম -এর কবিতা, গান নিয়ে আলোচনা ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকা, সাবেক সচিব ড. জাকারিয়া, মেজর জেনারেল (অবঃ) এহতেশামুল হক, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি এস এম বিল্লাল, ঢাকা সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, দেশ বরেণ্য কবি ও ছড়াকার আসলাম সানি, কবি ও সংগঠক শিহাব রিফাত আলম, কবি, গবেষক ও সংগঠক এস এম দেলোয়ার জাহান সহ দেশের প্রতিভাবান কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে সাহিত্য ও সামাজিক কাজের স্বীকৃতিস্বরুপ আল্লামা ইকবাল অ্যাওয়ার্ড ২০২৪ বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকা দেলোয়ার জাহানকে ক্রেস তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, গবেষক, সংগঠক, বহু ভাষাবিদ, বহু গ্রন্থ প্রণেতা ও কলামিস্ট মাহমুদুল হাসান নিজামী।
এস.এম দেলোয়ার জাহান জানান, অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।