বৃহস্পতিবার দুপুরের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উফশী বীজ সার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা। উদ্বোধন ও বিতরণ কালে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার সরকার কৃষকদের ভাগ্যের উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে সারা দেশে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা দিয়ে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু হুসাইন বিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান পরিমল কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম। এসময় উপস্হিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন সহ উপজেলার ১১টি ইউনিয়নের ২ হাজার ৬ শত কৃষকগণ।