বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশন (বিসিক) গাজীপুরের কোনাবাড়ি প্লট ভুক্ত প্রতিষ্ঠান মেসার্স নাসিমা ফুড প্রোডাক্ট, প্লট নং এস-৬৫ কর্তৃক এক যুগ ধরে অবৈধ ভাবে দখলকৃত ৮০০ বর্গফুট জমিতে নানান স্থাপনা তৈরি করে এযাবৎ কাল বিসিক কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপটের সহিত ভোগ দখল করে আসছিলেন।
এ বিষয়ে বিসিক শিল্পনগরীর পক্ষ থেকে স্থাপনা সরানোর একাধিক নোটিশ দেওয়া সত্ত্বেও স্থাপনা না সরিয়ে কর্তৃপক্ষকে হুমকি ধমকি ও খারাপ ব্যবহার করে আসছিলেন নাসিমা ফুডস প্রোডাক্টস এর স্বত্ত্বাধিকারী জনাবা নাসিমা আক্তার চৌধুরী।
এ ব্যাপারে গত ৪/১০/২৪ ইং তারিখে বিসিক শিল্পনগরীর কর্মকর্তা শাহজাহান আলী এবং মোঃকামাল পারভেজ,উপ-ব্যবস্হাপক,বিসিক জেলা কার্যালয়,গাজীপুর উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্থাপনা উচ্ছেদের নিমিত্তে সহযোগিতা প্রার্থনা করেন।
এ বিষয়ে গত ১৭/১০/২৪ ইং তারিখে শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত, ব্যবস্থাপনা পরিচালক রেজাউল এ্যাপারেলস লিমিটেড ও নাসিমা আক্তার চৌধুরী, স্বত্বাধিকারী মেসার্স নাসিমা ফুডস প্রোডাক্টস লিমিটেড দ্বয়কে সঠিক পরিসংখ্যান ও পরিমাপ না হওয়া পর্যন্ত শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে নোটিশ প্রদান করা হয়।
কিন্তু মেসার্স নাসিমা ফুডস প্রোডাক্টস সরকারি বিধি অমান্য করে প্রাচীর নির্মাণ কাজে মরিয়া হয়ে ওঠেন।যাহা সরকারি আইন লঙ্ঘনের শামিল।
এরই ধারাবাহিকতায় শনিবার ১৯/১০/২৪ খ্রি. জনাব মোঃ জাকির হোসেন
যুগ্মসচিব,শিল্প মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নেতৃত্বে মোঃ কামাল পারভেজ,উপ-ব্যবস্হাপক,বিসিক জেলা কার্যালয়,গাজীপুর এর সার্বিক সহযোগিতায় অভিযান চালিয়ে নাসিমা ফুডস প্রোডাক্টস কর্তৃক দখলে নেওয়া প্রায় ৮০০ বর্গফুট জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির মূল্য আনুমানিক বিশ লক্ষ টাকা।
এছাড়াও উদ্ধার অভিযানে অংশ নেয়,মোঃ শাজাহান আলী,শিল্পনগরীকর্মকর্তা,
শিল্পনগরী,কোনাবাড়ি এবং মোঃ মাসুদুর রহমান সিজু,কারিগরি কর্মকর্তাসহ কোনাবাড়ি গাজীপুর সদর বিসিক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জাকির হোসেন বলেন, বিসিক শিল্পনগরী কোনাবাড়ি যেসকল জমি বেদখল হয়ে আছে, পর্যায়ে ক্রমে প্রতি খন্ড জমি দখলমুক্ত করা হবে। আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।