দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করা ট্রাক্টর আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর (কাশিমনগর) ঘাট হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রলির মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন। এসময় বীরগঞ্জ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মোহনপুর ইউনিয়নের ভোগিরপাড়ায় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোঃ মোজাম্মেল হক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন বলেন,বালুমহলটি সরকারি ডাকের আওতায় না থাকায় ওই স্থান থেকে বালু উত্তোলন করে বিক্রির দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর আইনের ১৫ ধারায় ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলার আরও কয়েকটি জায়গায়ও অভিযান চালানো হয়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে ট্রলি মালিক মোজাম্মেল হক জানান, কাশিমনগর গ্রামের ইয়াকুব ও বাবুল কে ট্রলি প্রতি এক হাজার করে টাকা দিয়ে বালু নিয়ে আসছি। বালু নিয়ে যায় তাই আমার ড্রাইভারের কথা মতো টাকা দিয়ে ট্রলি পাঠিয়ে দেই। ড্রাইভার ইয়াকুব ও বাবুলকে টাকা দিয়ে বালু নিয়ে আসে। ঘাটটি অবৈধ কি না আমার জানা ছিল না।