“হৈ হুল্লোর চড়ুইভাতি, আমরা সবাই সহপাঠী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাশিমপুরে অনুষ্ঠিত হয়ে গেল খেলাধূলা, সাংস্কৃতিকসহ চড়ুইভাতি অনুষ্ঠান।
কাশিমপুর সারদাগঞ্জের আফতাব নগরে ‘গাজীপুর গ্যালাক্সি ইন্টারন্যাশনাল স্কুল’ মাঠে বৃহস্পতিবার সারাদিন ব্যাপি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩ শতাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।
এ অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণ ছিল প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য কলা পাতায় খাবার পরিবেশন।
সকলের সাথে একত্রে হারানো ঐতিহ্য কলাপাতায় খাবার খেয়ে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।
স্কুল প্রাঙ্গণে ঘোরাঘুরি, বিভিন্ন ইভেন্টের খেলাধূলাসহ বিভিন্ন পর্ব শেষে দুপুরে মধ্যাহ্নভোজের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।