সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউ.পি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন ১২ (মেম্বার) সদস্য। একইসঙ্গে তারা চেয়ারম্যানের অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলা নির্বাহী কার্যালয়ে অনাস্থা প্রস্তাব দেন পাঙ্গাসী ইউপির (মেম্বার) সদস্যরা। এর আগে তারা জরুরি সভা করে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিলের সিদ্ধান্ত নেন। শুক্রবার (১০ মে) সকালে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান অনাস্থা প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ইউপি সদস্যরা। অনাস্থা প্রস্তাবে ১২ সদস্য স্বাক্ষর করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘ দুই বছর চার মাস সময়ের মধ্যে চেয়ারম্যান রফিকুল ইসলাম নানা অনিয়মে জড়িয়ে পড়েন। একাধিকবার সতর্ক করার পরও তিনি অনিয়ম করে যাচ্ছেন। ইউপি সদস্যদের কোনো সম্মানি ভাতা না দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতি হয়ে নিজেই আত্মসাৎ করেছেন। ইউপি সদস্য আব্দুল মালেক মন্ডল জানান, দায়িত্ব পাওয়ার পর থেকেই সরকারি টাকা উন্নয়ন প্রকল্পে ব্যয় না করে আত্মসাৎ করেছেন। এছাড়া পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে সদস্যদের সমন্বয় না করে চেয়ারম্যান একক সিদ্ধান্তেই সব কার্যক্রম চালান। তবে সব অভিযোগ অস্বীকার করে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যনে রফিকুল ইসলাম বলেন, ওইসব অভিযোগের কোনো ভিত্তি নেই। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা তাদের ভাগ করে দিতে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।