1. admin@dainiktazakhobor.com : admin :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জমিজমা সংক্রান্ত বিরোধের পাল্টাপাল্টি অভিযোগ শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা । অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন চাঁদাবাজী মামলায় গ্রেফতার গাজীপুরের ত্রাস শীর্ষ সন্ত্রাসী গেদুরাজ। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বিসিক শিল্পনগরী কোনাবাড়ি প্রায় বিশ লক্ষ টাকার সম্পত্বি উদ্ধার: কোনাবাড়ি বিসিক শিল্পনগরীর অবৈধ দখল উচ্ছেদ। কাশিমপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ: বীরগঞ্জে দলীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র ২ গ্রুপে সংঘর্ষে ৫ জন আহত। চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

কাশিমপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।

বিশেষ প্রতিনিধি ঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৮ বার পঠিত

গাজীপুর মহানগরের কাশিমপুরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ উঠেছে।
কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় শাওন কাজী তার নিজ বোনের স্বামী ইফাত বিন চৌধুরীর জমি ও ঘরবাড়ি দখলের চেষ্টা করেন।
১৩ অক্টোবর (রবিবার) দুপুরে এ ঘটনা ঘটে।
পরে ট্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ জান্নাতুল মাওয়া জয়া(২৩) বাদী হয়ে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় জয়া জানান, আমার পিতা-মোঃ তাহের কাজী এর নিকট হইতে আমার স্বামী গত ১১/০৮/২০২৪ ইং তারিখে সাফ- কবলা রেজিস্ট্রি দলিল নং-৭৮৩৬ মূলে ৩.৫৮ শতাংশ জমি ক্রয় করে সীমানা নির্ধারন করে শান্তি পূর্নভাবে ভোগদখল করে আসছে।
গত ১৩ অক্টোবর দুপুরের দিকে আমার স্বামী রাজ মিস্ত্রি দিয়া জমির চারপাশে ইটা বালু সিমেন্ট দ্বারা বাউন্ডারী তৈরী করাকালিন অবস্থায় শাওন কাজী শক্ত বাঁশের লাঠি নিয়ে আমাদের জমিতে অনধিকার প্রবেশ করে, আমার স্বামীকে এলোপাথাড়ীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
এসময় জয়া আরো বলেন, আমার ভাই শাওন কাজী ধারালো দা নিয়ে এসে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করিলে আমার স্বামী জানের ভয়ে দৌড়াইয়া দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এমতাবস্থায় আমি ও আমার স্বামী শাওনের ভয়ে চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভূগিতেছি।

উল্লেখ্য, উক্ত জমিটি কাশিমপুর থানাধীন বারেন্ডা মৌজাস্থিত সারদাগঞ্জ কাজী মার্কেট সাকিনস্থ জেএল নাম্বার সাবেক-৫৪৫নং, হালে ৫৯নং, এসএ খতিয়ান-৪০নং, আরএস খতিয়ান-১৫নং খতিয়ানভুক্ত এসএ- ১৩২নং, আরএস-৬৬৫নং দাগে চালা জমি ০১একর ০১শতাংশ, ইহার কাতে চিহ্নিত মতে একটি দলিলে মোট ০৩.৫৮শতাংশ জমি। সম্পত্তির চৌহুদ্দীর বিবরণঃ উত্তরে-দাতার নিজ জোত, দক্ষিণে-ডাঃ রেজাউল, পূর্বে-বাবুল কাজী, পশ্চিমে-ফারুক কাজী।
দীর্ঘদিন ধরে শাওন কাজী এ জমি দখলের বিভিন্ন পায়তারা করে আসছিল।
মারধরের বিষয়ে মুঠোফোনে অভিযোক্ত শাওন কাজী জানান আমি কাওকে মারধর করিনি।কিন্ত আমার বোন জামাই যখন আমার বাবা-মাকে অকথ্য ভাষায়
গালি-গালাজ করছিলো তখন আমি তার দিকে মারধরের জন্য তেড়ে যাই। তবে আমি তাকে মারিনি।
এ ব্যপারে কাশিমপুর থানা অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ জানান এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক তাজা খবর
Theme Customized BY Shakil IT Park