গাজীপুর মহানগরের কাশিমপুরের হাতীমারা উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের আগামী ১১/০২/২০২৪ ইং তারিখের গভর্ণিংবডির নির্বাচন স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের কৃত রীট পিটিশন নং ১৩৫৮/২০২৪ এর ০৫/০২/২০২৪ ইং তারিখের আদেশ অনুযায়ী হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এর গভর্ণিংবডি নির্বাচন ২০২৪ ইং এর নির্বাচনী তফসিলের কার্যক্রম আগামী ০৩ (তিন) কার্য দিবসের জন্য অগ্রবর্তী না করার নির্দেশ প্রদান করেন।বিগত ০৪/০২/২০২৪ ইং তারিখ হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩ নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর এর গভর্ণিং বডির নির্বাচন ২০২৪ ইং এর গত ১৮.০১.২০২৪ ইং তারিখের নির্বাচনী তফসিলের আইনগত বৈধতা চ্যালেন্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং ১৩৫৮/২০২৪ ইং দায়ের করা হয়। অতঃপর বিগত ০৫/০২/২০২৪ ইং তারিখে দীর্ঘ শুনানির পর মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম ও মাননীয় বিচারপতি জনাব মোঃআতাবুল্লাহ সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ উল্লেখিত নির্বাচনী তফসিল কেন বেআইনি ও ইহার কোন কর্তৃত্ব নেই তা জানতে চেয়ে উক্ত রীট পিটিশনের পক্ষ বরাবর রুলনিশি জারী করেন। এবং একই সাথে আগামী ০৪ সপ্তাহের মধ্যে উক্ত রুল নিশির জবাব প্রদান করেন।উক্ত বেঞ্চ। রীট পিটিশনের সংযুক্ত বিগত ৩১/১/২০২৪ ইং তারিখের আবেদন Annexure C- 2 উক্ত আদেশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে আইন অনুযায়ী নিষ্পত্তির আদেশে বলা উল্লেখ করা হয়।উক্ত পিটিশন রীটের রায়ে আরও উল্লেখ করেন যে,প্রতিবাদী পক্ষ কে নির্দেশ প্রদান করে আদেশে বলা হয় প্রতিবাদী পক্ষগন আগামী ৩ কর্ম দিবস তর্কিত নির্বাচনী তফসিল অনুযায়ী অগ্রগতি হবে না এবং বিগত ৩১/১/২০২৪ ইং তারিখের আবেদন নিষ্পত্তি করে আগামী ৩ দিন কর্ম দিবস পর পুনরায় নির্বাচনী কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইন নাম্বার – ১০৯০২৮. মোঃসাইফুল ইসলাম, পিতাঃ মৃতঃগিয়াস উদ্দিন সাং, হাতীমারা, কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর,বাদী হয়ে উক্ত পিটিশন মামলা টি দায়ের করেন।